Okizad Daulatpur Dairy this media for the public zone , Buy&sell, Fan, Daulatpur News, Public conference and more...

.

.
Latest News:

Page Translate

মেয়েশিশুর নিরাপদ পরিবেশ এগিয়ে যাবে বাংলাদেশ

Author image

Admin: Ahmmed Bulbul

Okizad Daulatpur dairy a Social dairy of Daulatpur . Powered by Refaitput pur Post office post E-center daulatpur kushtia,media for the public zone , Buy n sell, Fan, Daulatpur News, Public conference and more

Follow me on:

বাংলাদেশে ৬৫ শতাংশ মেয়েশিশুর বাল্যবিবাহ হয়; পারিবারিক নির্যাতনের কারণে যেসব নারীর মৃত্যু হয়, তাঁদের মধ্যে ৭০ শতাংশের বয়স ১৮ বছরের নিচে; অপরিণত বয়সের মায়েরা দেশের প্রায় ৪০ শতাংশ খর্বাকৃতির ও পুষ্টিহীন সন্তানের জন্ম দিচ্ছেন;

সন্তান জন্মদানকালে এসব মা ও তাঁদের সন্তানের মৃত্যুঝুঁকির মাত্রা পরিণত বয়সী মায়ের তুলনায় ৫ শতাংশ বেশি
তথ্যগুলো নিঃসন্দেহে উদ্বেগেরবাল্যবিবাহ ও সহিংসতা আমাদের দেশে মেয়েশিশুদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছেবেশির ভাগ ক্ষেত্রে বাল্যবিবাহ ও নিরাপত্তাহীনতার কারণে তারা একজন যোগ্য নাগরিক হিসেবে বিকশিত হতে পারছে নাঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, পথঘাট, বিনোদনকেন্দ্রআমাদের সমাজের কোনো স্থানই যেন মেয়েশিশুর জন্য নিরাপদ নয়আইন, পুলিশ, প্রশাসন, সমাজকেউই মেয়েশিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পারছে নাযদিও শিশুরাই জাতির ভবিষ্যৎ
ভবিষ্যতের এই নাগরিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে মেয়েশিশুদের সুরক্ষা এবং তাদের মুক্ত মানুষ হিসেবে বেড়ে ওঠা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি বিষয়ে পরিণত হয়েছেমেয়েশিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ করতে হবেতারা যেন নিজ নিজ মেধা ও যোগ্যতায় সমান সুযোগ ও অংশগ্রহণের ভিত্তিতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করতে হবে
এ জন্য প্রয়োজন সম্মিলিত নাগরিক উদ্যোগআমরা চাই, মেয়েশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সবাই যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করুকঅভিভাবক, নাগরিক, প্রশাসনসবাই সচেতন ও সোচ্চার হোকএরই ধারাবাহিকতায় ব্র্যাক প্রথম আলো বন্ধুসভার সঙ্গে যৌথভাবে একটি আলোকচিত্র প্রতিযোগিতা ও ২০টি জেলায় সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেআমাদের বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে মেয়েশিশুরা আরও সচেতন, উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হবে, যা নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে; মেয়েশিশুর নিরাপদ পরিবেশ গড়ে তোলার পক্ষে জনসচেতনতা সৃষ্টি হবে; সর্বোপরি এই উদ্যোগের মাধ্যমে প্রশাসন এ ব্যাপারে আরও দায়বদ্ধ ও সক্রিয় হয়ে উঠবে
বর্তমানে আমাদের দেশের মেয়েশিশুদের বিকাশের পথে যৌন হয়রানি একটি বড় বাধা হিসেবে দেখা দিয়েছেযৌন হয়রানির কারণে অনেক মেয়ের চলাচল ও লেখাপড়ায় বিঘ্ন ঘটছে, অনেকে আত্মহত্যা পর্যন্ত করছেএমনও দেখা যাচ্ছে যে যৌন হয়রানিতে বাধা পেয়ে মেয়েদের অভিভাবকদের ওপর হামলা-নির্যাতন করা হচ্ছেঅনেকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেনএগুলো খুবই দুঃখজনক ঘটনা
যারা মেয়েদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে, অভিভাবকদের সুখ-শান্তি-স্বস্তি কেড়ে নিচ্ছে, এমনকি প্রতিবাদকারীকে হত্যা পর্যন্ত করছে, তাদের বিরুদ্ধে আজ সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবেএ জন্য
১. কঠোর আইন প্রণয়ন ও তার সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি সামাজিক জাগরণ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে;
২. হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ও সংস্থায় যৌন হয়রানি প্রতিকার কমিটি গঠন করতে হবে;
৩. যৌন হয়রানি/উত্ত্যক্তকরণ প্রতিকার, প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন সংস্থাকে অঞ্চলভিত্তিক দায়িত্ব প্রদান করা যেতে পারেতারা যথাযথভাবে দায়িত্ব পালন করছে কি না, তা মনিটরিংয়েরও ব্যবস্থা থাকা দরকার;
৪. পাশাপাশি যৌন হয়রানি প্রতিকার বা প্রতিরোধের ইতিবাচক ঘটনাগুলোকে দৃষ্টান্ত হিসেবে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে
আমরা মনে করি, আমাদের সমাজে এখনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ অনেক বেশি, উত্ত্যক্তকারী অপরাধীদের সংখ্যা অত্যন্ত কমসবাই মিলে রুখে দাঁড়ালে সমাজ থেকে এই অপরাধীদের নির্মূল করা মোটেও কঠিন নয়আসুন, আমরা শপথ উচ্চারণ করি, আমাদের দেশে যেন আর একটি মেয়েও নির্যাতন ও হয়রানির শিকার না হয়, এ জন্য আর কাউকেই যেন প্রাণ হারাতে না হয়
প্রথম আলো বন্ধুসভার সঙ্গে যৌথভাবে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রচারাভিযান কর্মসূচির মধ্য দিয়ে ব্র্যাক মূলত সামাজিক সচেতনতা ও নাগরিক দায়বদ্ধতা সৃষ্টির কাজটিই করতে চেয়েছেবাংলাদেশকে এগিয়ে নেওয়ার এই যাত্রায় যাঁরা সঙ্গী হয়েছেন, হবেন, তাঁদের সবার জন্য রইল শুভকামনা

1 comment:

Copyright © 2014 Okizad Daulatpur dairy All Right Reserved
^