Okizad Daulatpur Dairy this media for the public zone , Buy&sell, Fan, Daulatpur News, Public conference and more...

.

.
Latest News:

Page Translate

তৈরি হচ্ছে প্রাথমিক বইয়ের ডিজিটাল সংস্করণ

Author image

Admin: Ahmmed Bulbul

Okizad Daulatpur dairy a Social dairy of Daulatpur . Powered by Refaitput pur Post office post E-center daulatpur kushtia,media for the public zone , Buy n sell, Fan, Daulatpur News, Public conference and more

Follow me on:

প্রাথমিক স্তরের উল্লেখযোগ্য সংখ্যক পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ প্রকাশ করে প্রাথমিক শিক্ষাকে আরও অর্থবহ করা হচ্ছে। আমাদের শিক্ষার সঙ্গে আনন্দ যোগ খুব একটি নেই।

 বর্তমান সরকার এ অবস্থা থেকে উত্তরণ চায়। গতকাল সোমবার রাজধানীতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাকক্ষে ‘ডেভেলপিং ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সন অব প্রাইমারি এডুকেশন কনটেন্ট’ কর্মসূচির আওতায় ‘ডিজিটাল কন্টেন্ট উপস্থাপনা’ অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রযুক্তির সহায়তায় এ ধরনের কর্মসূচি আমাদের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে দেবে। শিক্ষার সঙ্গে আনন্দ যোগে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পালসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয় আইসিটি বিভাগের উদ্যোগে এবং ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) সিলেবাস অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৪ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়নের মেয়াদকাল ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা করছে ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেন। প্রাথমিক শ্রেণির ৩৪টি বইয়ের মধ্যে ১৭টি বইয়ের ডিজিটাল সংস্করণ তৈরি হচ্ছে। ইংরেজি বিষয়ের ৫টি বইয়ের ডিজিটাল সংস্করণ তৈরি করবে সেভ দ্য চিলড্রেন এবং ১২টি করবে ব্র্যাক।

No comments:

Post a Comment

Copyright © 2014 Okizad Daulatpur dairy All Right Reserved
^