অনলাইনে বার্তা আদান-প্রদানের নিরাপত্তা বাড়াতে নতুন সেবা উন্মুক্ত করা হয়েছে।
দ্য অনিয়ন রাউটার (টর) নামের এই
মেসেঞ্জারে ব্যবহারকারীর অবস্থান প্রকাশ না করেই বার্তা আদান-প্রদান সম্ভব। অর্থাৎ বার্তাগুলো ব্যবহারকারী ছাড়া
আর কেউ দেখতে পাবে না। ফেসবুক
ব্যবহারে নিষেধাজ্ঞা আছে এমন দেশেও টর মেসেঞ্জার দিয়ে ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার
করা যাবে। বর্তমানে
টরের পরীক্ষামূলক সংস্করণ চালু হয়েছে। এতে নানা ধরনের নিরাপত্তার পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। টর মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুক, গুগল টক, টুইটার, ইয়াহু ও ইন্টারনেট রিলে চ্যাটের মতো বার্তা আদান-প্রদানের
সফটওয়্যার ব্যবহার করা যাবে।
চিরাচরিত নিয়মের বাইরে একগুচ্ছ গোপন ইন্টারনেট রিলের মাধ্যমে তথ্যের আদান-প্রদান করা হয় বলে উৎস খুঁজে পাওয়া কঠিন। এই রিলেগুলোকে সাধারণত ‘ব্রিজ’ বলা হয়। টর প্রকল্পে কাজ করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিরাপত্তা গবেষক স্টিভেন মারডক। তিনি এই মেসেঞ্জার সম্পর্কে বলেন, ‘স্বেচ্ছাসেবীরা এই কম্পিউটারগুলো চালায়। এই সেবাগুলো কোথাও লিপিবদ্ধ থাকে না। আর তাই টর নেটওয়ার্ক বন্ধ করে দিলেও এই কম্পিউটারগুলোর কিছু হবে না।’
চিরাচরিত নিয়মের বাইরে একগুচ্ছ গোপন ইন্টারনেট রিলের মাধ্যমে তথ্যের আদান-প্রদান করা হয় বলে উৎস খুঁজে পাওয়া কঠিন। এই রিলেগুলোকে সাধারণত ‘ব্রিজ’ বলা হয়। টর প্রকল্পে কাজ করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিরাপত্তা গবেষক স্টিভেন মারডক। তিনি এই মেসেঞ্জার সম্পর্কে বলেন, ‘স্বেচ্ছাসেবীরা এই কম্পিউটারগুলো চালায়। এই সেবাগুলো কোথাও লিপিবদ্ধ থাকে না। আর তাই টর নেটওয়ার্ক বন্ধ করে দিলেও এই কম্পিউটারগুলোর কিছু হবে না।’
No comments:
Post a Comment