Okizad Daulatpur dairy

Okizad Daulatpur Dairy this media for the public zone , Buy&sell, Fan, Daulatpur News, Public conference and more...

.

.
Latest News:

Page Translate

PTC sites online income of the details and procedure. অনলাইন ইনকাম এর খুটিনাটি ও কাজের নিয়ম পিটিসি সাইট ।


PTC sites online income of the details and procedure. অনলাইন ইনকাম এর খুটিনাটি ও কাজের নিয়ম পিটিসি সাইট ।



ট্যাফিমনসন :
ট্যাফি মনসন এখন একটি জনপ্রিয় পিটিসি সাইট ।

এটি সাধারণত ওয়েব সাইট ট্যাফি সিস্টেম কিন্তু এখন এখানে কিক্ল করে রেজিষ্টেশন করুন বা ব্যানারে কিক্ল করে



কাজের ধাপঃ
সঠিকভাবে একাউন্ট তৈরি করা।
সব এড সময় মতো দেখা।
রেফারেল বানানো। 
১০টি surf এড নিয়মিত দেখা
ডলার কেস আউট করা।
এই সাইটে কাজ করতে আপনার যা যা প্রয়োজন হবেঃ 
একটি 
স্মার্টফোন বা কম্পিউটার অথবা লেপটব। 
ইন্টারনেট কানেকশন। (WiFi – Brodbend line not allowed) 
একটি ইমেইল একাউন্ট। 
পেইজা অথবা পেপালের একটি একাউন্ট। 
এবার কাজ শুরু করা যাকঃ


1. সঠিকভাবে একাউন্ট তৈরি করাঃ প্রথমে আপনাকে সাইটটিতে রেজিস্টার করতে হবে। রেজিস্টোর করতে
একাউন্টটি তৈরি করুন। 
First Name : or Last Name : (এখানে আপনার নাম দিন)
Phone: (এখানে আপনার মোবাইল নম্বার দিন)অবশ্যই আপনি সবসময় যে নাম্বার ব্যবহার করেন সেই নাম্বার দিবেন।
Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওযা হবে) Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।) 
Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না) 
Setup a Withdraw Code: or Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার কেস আউট করার সময় এই পিন দিতে হবে) 
Define Password (Letters and Numbers): or Retype Password: ( এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন। ) 
Payment Information: (এখানে যদি আপনার এতিমধ্যে পেইজা অথবা পেপাল অথবা ‍সলিটসার্স্টে একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। আর কোনটাতে একনউন্ট না থাকলে আপনার একাউন্টের ইমেল তিনটিতেই দিয়ে দিন।
এবার I understand and fully agree to TrafficMonsoon Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন ।
এবার “I understand and fully agree to TrafficMonsoon Terms and Conditions Including that any purchase of service is non-refundable” মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন  

Smartphone smarter way to make স্মার্টফোনকে আরও স্মার্ট বানানোর উপায়

স্মার্টফোনকে আরও স্মার্ট বানানোর উপায়

Smartphone smarter way to make


স্মার্ট ডিভাইসের এই যুগে এখন সবার হাতেই শোভা পাচ্ছে অ্যান্ড্রয়েডনির্ভর নানা রকম ডিভাইস। অ্যান্ড্রয়েড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে। এ ছাড়া সম্প্রতি স্মার্টঘড়িতেও অ্যান্ড্রয়েডের ব্যবহার বাড়ছে।
 
তবে জনপ্রিয়তার দৌড়ে স্মার্টঘড়ি ও ট্যাবলেটের চেয়ে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন এগিয়ে আছে। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। এতে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। সহজ থেকে সহজতর হচ্ছে এর ব্যবহার। তবে এমন আরও কিছু বিষয় আছে যা জানা থাকলে আরও সহজ ও স্মার্টভাবে ব্যবহার করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটি।
 
১) অ্যান্ড্রয়েড ফোনটির অ্যাপগুলোতে অটোমেটিক আপডেট চালু রাখুন। এতে অ্যাপগুলোর নিত্যনতুন সুবিধা সহজেই পাবেন। অটোমেটিক আপডেট চালু করার জন্য ফোনে সেটিংস অপশনে ‘অটো আপডেট’ নামে একটি বক্স পাবেন। এখান থেকে চালু করে দিন।
 
২) আপনার মোবাইল স্ক্রিনকে আকর্ষণীয় দেখাতে গুগল অ্যাপস স্টোর থেকে বিভিন্ন ধরনের লক স্ক্রিন ও লঞ্চার নামিয়ে নিতে পারেন।
 
৩) উইজেট ব্যবহার করে খুব সহজেই সাজাতে পারবেন স্মার্টফোনের হোমস্ক্রিনটি। হোমস্ক্রিন সাজাতে উইজেট ব্যবহারের জন্য মেইন অ্যাপ লঞ্চার থেকে অপশনটি সিলেক্ট করে নিন। উইজেট ব্যবহার করে আপনার পছন্দের জিনিসগুলোকে হোমস্ক্রিনে নিয়ে আসতে পারবেন। এতে করে আপনি সহজেই আপনার স্মার্টফোনটিকে আপনার ইচ্ছানুযায়ী সাজাতে পারবেন।
 
৪) স্মার্টফোনের সেটিং মেন্যুতে গিয়ে পাওয়ার সেভিং মুড অন করে নিন। তাছাড়া, কিছু ফোনে আলট্রা পাওয়ার সেভিং মোডও থাকে। এটি চালু থাকলে আপনার স্মার্টফোনটির ব্যাটারি দীর্ঘক্ষণ কাজ করবে।
 
৫) স্মার্টফোনে অনেক অ্যাপ্লিকেশন থাকাতে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই জরুরি প্রয়োজনে বা কোথাও বেড়াতে গেলে অতিরিক্ত একটি ব্যাটারি অথবা পোর্টেবল চার্জার সঙ্গে রাখা উচিত।
 
৬) গুগল ক্রোমে সাইন ইন করে রাখলে আপনার পছন্দের সাইটগুলি খুব সহজে বুকমার্ক করতে পারবেন। ব্যবহার করাও সহজ হবে।
 
৭) ক্যাটাগরি ভাগ করে বিভিন্ন ধরনের অ্যাপস ফোল্ডার করে রাখতে পারেন। তা হলে দ্রুত প্রয়োজনীয় অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন।
 
৮) অ্যান্ড্রয়েড ফোনে নির্মাতারা একটি কিবোর্ড দিয়ে দেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার সেটি পছন্দ নাও হতে পারে। এক্ষেত্রে আপনি পছন্দের ও সুবিধাজনক ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করতে পারেন। অনলাইন থেকে কিনে নিন আপনার পছন্দসই কিবোর্ড।
 
৯) গুগল ক্রোমে গিয়ে ‘রিডিউস ডেটা ইউজেস’ অপশনটি চালু করে নিন। তাহলে অপ্রয়োজনীয় ইন্টারনেট ডেটা খরচ হবে না।
 
১০) গুগল অথন্টিকেটর ব্যবহারে দুই ধাপে নিরাপত্তা নিশ্চিত করবে। যদি আপনি জিমেইল ব্যবহার করতে চান তাহলে আপনাকে অ্যাপ থেকে সরবরাহকৃত একটি কোড বসাতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। কেউ চাইলেও অন্য কোনো কম্পিউটার থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

7 smartphone security mistakes-স্মার্টফোনের নিরাপত্তায় ৭টি ভুল

স্মার্টফোনের নিরাপত্তায় ৭টি ভুল

7 smartphone security mistakes

১. স্মার্টফোনের পর্দায় নাক গুঁজে রাস্তায় হাঁটা, কিংবা পেছনের পকেটে রেখে বেমালুম ভুলে গেলে সহজেই তা চুরি হয়ে যেতে পারেদুর্ঘটনার আশঙ্কাও থাকে

২. স্মার্টফোনের স্ক্রিন লক না থাকলে এটি কারও হাতে চলে গেলে সহজেই ফোনে থাকা তথ্য অন্য কেউ দেখতে পাবেটাচ আইডিথাকলে ভালো, না হলে অন্তত পাসওয়ার্ড ঠিক করে দিন

৩. ফোন হারিয়ে গেলে হা-হুতাশ না করে বরং তা ট্র্যাককরার চেষ্টা করুনবাংলাদেশে এ ক্ষেত্রে প্রথমেই থানায় সাধারণ ডায়েরি করতে হবে

৪. অ্যাপ স্টোরগুলোতে বিনা মূল্যের নিরাপত্তা সফটওয়্যার যেমন আছে, টাকা দিয়ে কেনার সুযোগও আছেসুযোগ থাকা সত্ত্বেও স্মার্টফোনটি এভাবে অনিরাপদ রাখা কি ঠিক হচ্ছে?

৫. বিনা মূল্যে ওয়াই-ফাই পেয়েছেন, এতে খুশি হয়ে তা ব্যবহার করতে যাওয়া ঠিক হবে নাবিমানবন্দর কিংবা ক্যাফের ওয়াই-ফাই নিরাপদ হলেও অন্যান্য ওয়াই-ফাই নেটওয়ার্ক আপনার ফোনের নিরাপত্তা নষ্ট করতে পারে

৬. অপরিচিত কারও কাছ থেকে কোনো ই-মেইল, তাৎক্ষণিক বার্তা বা এসএমএসে লিংক পেলে তা যাচাই না করে ক্লিক করে খুলতে যাবেন না

৭. স্মার্টফোনের অপারেটিং সিস্টেম সব সময় হালনাগাদ করে নিতে হবেঅ্যাপগুলোর ক্ষেত্রেও তাইএ ব্যাপারটা ভুলে যাওয়া যাবে না
সূত্র: সিনেট 

Of mobile phones! মোবাইল ফোনের যন্ত্রণা!

মোবাইল ফোনের যন্ত্রণা!

Of mobile phones!

এখনকার যুগে মোবাইল ফোন যেন এক যন্ত্রণার নামগবেষকেরা বলছেন, মোবাইল ফোনে আসক্তি চলে এলে তা ভয়াবহ হয়ে উঠতে পারেবিষণ্নতা বা মানসিক দুশ্চিন্তার সঙ্গে মোবাইল ফোন আসক্তির যোগসূত্র খুঁজে পেয়েছেন মার্কিন গবেষকেরা

কম্পিউটারস ইন হিউম্যান বিহেভিয়রসাময়িকীতে এই গবেষণা-বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে

ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক আলেজান্দ্রো লিয়ারাস বলেন, অনেক দিন ধরে আমাদের সমাজে নতুন প্রযুক্তি নিয়ে মানুষের মনে ভয় রয়ে গেছেটিভি, ভিডিও গেম নিয়ে মানুষের মনের মধ্যে যে ভয়, তা এখন স্মার্টফোনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে

গবেষক লিয়ারাস ও প্যানোভা ৩০০ শিক্ষার্থীকে নিয়ে একটি সমীক্ষা চালানএতে মানসিক স্বাস্থ্যের সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের সম্পর্ক আছে কি না, তা পরীক্ষা করা হয়

গবেষক লিয়ারাস দাবি করেন, তিনি গবেষণায় দেখেছেন, যাঁরা নিজেদের স্মার্টফোন আসক্ত বলে বর্ণনা করেছেন, তাঁরা অধিক মাত্রায় বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভোগেন বলে দেখা গেছে

গবেষক বলেন, যাঁরা বিরক্তি বা একঘেঁয়েমি কাটাতে স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করেন তাঁদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে স্মার্টফোন ব্যবহারের কোনো নেতিবাচক সম্পর্ক খুঁজে পাননি গবেষকেরাঅনলাইনে যাওয়ার বা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে তাই মনোভাব অধিক গুরত্বপূর্ণবিলাসবহুল পণ্য হিসেবে মোবাইল ফোনের সুক্ষ্ম ভূমিকা থাকায় এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন গবেষকেরা

Online course to become freelancers-অনলাইন কোর্স করে ফ্রিল্যান্সার হওয়ার সুযোগ

অনলাইন কোর্স করে ফ্রিল্যান্সার হওয়ার সুযোগ

Online course to become freelancers


দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে গতানুগতিক ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের সুবিধার্থে সম্প্রতি অনলাইনে ক্লাস ও ভিডিও কোর্স চালু করেছে তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে প্রায় দুই বছর ধরে কাজ করছে কোডারসট্রাস্টইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৫০০ ফ্রিল্যান্সার তৈরি করেছে

কোডারসট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চাইলেই এখন যে কেউ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে কোডারসট্রাস্টের অনলাইন কোর্সগুলো করে নিতে পারেনপ্রতিষ্ঠানটির ভারচুয়াল ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যে অনলাইনে ক্লাস করলেও শিক্ষার্থীরা ক্লাসরুমের মতোই মজাই পাবেন এখানেঅনলাইনে কোডারসট্রাস্টের যেকোনো প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা পরীক্ষামূলকভাবে বিনা মূল্যে নির্দিষ্ট সেই কোর্সটিও করে নিতে পারবেন

কোডারসট্রাস্টের প্রতিষ্ঠাতা ফার্দিনান্দ বলেন, ফ্রিল্যান্সারদের যেহেতু অনলাইনে কাজ করতে হয়তাই তাঁরা যদি তাঁদের প্রশিক্ষণটাও অনলাইনে নিয়ে থাকেন, তবে সেটি হবে তাঁদের জন্য অনেক লাভজনকঅনলাইনে প্রশিক্ষণ নেওয়ার সময়েই তাঁরা তাঁদের কাজের ধরনটা বুঝতে পারবেন এবং এটি তাঁদের দক্ষ ফ্রিল্যান্সার হতে সাহায্য করবে

কোডারসট্রাস্টের হেড অব অপারেশন শাকিল মাহমুদ বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য, যাঁরা আর্থিকভাবে অসচ্ছল, তাঁদের বিনা মূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করাবর্তমানে আমরা কড়াইল বস্তিতে বিনা
মূল্যে প্রশিক্ষণ দিচ্ছিভবিষ্যতে আমাদের এ বিনা মূল্যে প্রশিক্ষণ কর্মসূচির পরিধি আরও বাড়বে

উল্লেখ্য, কোডারসট্রাস্টের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাঁদের অনলাইন কাজ বিক্রি করতে পারেন এবং এখান থেকে শিখতেও পারবেনএ জন্য খরচ দেয় প্রতিষ্ঠানটিপরে কাজের সুযোগও তৈরি করে দেয়যখন কোডারসট্রাস্ট ব্যবহারকারী আয় করবেন, তখন ওই ঋণ শোধ করতে পারবেনকোডারট্রাস্ট সম্পর্কে বিস্তারিত জানার লিংক (www.coderstrust.com)

Danger friend grip-বিপদের বন্ধু হাতের মুঠোয়

বিপদের বন্ধু হাতের মুঠোয়



রাস্তায় কিংবা যেকোনো স্থানে অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে পারেনসেটা হতে পারে বখাটে বা ছিনতাইকারীর হামলাএ ধরনের বিপদ থেকে রক্ষা পেতে মাথা স্থির রাখা কঠিনই বটেকিন্তু হাতে থাকা মুঠোফোনটাই পুলিশকে জানিয়ে দিতে পারবে আপনার বিপদের কথাসেল্ফ প্রোটেক্টনামের এমনই এক অ্যাপ বানিয়েছেন ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেন
সাদ্দাম হোসেন জানিয়েছেন, সেবা পেতে মুঠোফোনে অ্যাপটি ইনস্টল করে সক্রিয় রাখতে হবে সব সময়বিপদের সময় অ্যাপের রাইটচিেহ্ন পরপর চারবার চাপ দিলেই নিকটস্থ থানায়পৌঁছে যাবে আপনার বিপদে পড়ার খবর
অ্যাপটির নির্মাতার সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সেল্ফ প্রোটেক্টঅ্যাপের দুটি অংশের একটি থাকবে ব্যবহারকারীর কাছে, অন্যটি থানায়এটি ব্যবহার করতে কোনো ইন্টারনেট সংযোগ লাগবে নামুঠোফোনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালু থাকলেই বার্তা চলে যাবে থানায়তবে পুলিশের কাছে থাকা অ্যাপের অংশে ইন্টারনেট সংযোগ থাকতে হবেতবেই বিপদে পড়া মানুষের থেকে দরকারি তথ্যসহ বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জায়গাটির অবস্থান পর্দায় ভেসে উঠবে
স্মার্টফোন ছাড়াও সাধারণ ফোনগুলোর জন্য পূর্বনির্ধারিত বার্তা পাঠানোর ব্যবস্থা আছে নির্দিষ্ট এসএমএস সার্ভার নম্বর থেকে পুলিশের সার্ভারে বার্তা পৌঁছে যাবে
সহসাই অ্যাপস্টোরে পাওয়া যাচ্ছে না অ্যাপটিসরকারের অনুমতি মিললেই তবেই মুঠোফোনে ইনস্টল করা যাবেআপাতত পরীক্ষণের জন্য মেহেরপুর জেলায় ব্যবহার করতে পুলিশ সদর দপ্তর ও অ্যাকসেস টু ইনফরমেশনে (এটুআই) আবেদন করেছেন অ্যাপের নির্মাতা সাদ্দাম
এই অ্যাপ নিয়ে সাদ্দাম বলেন, ‘শুধু অপরাধীদের ধরিয়ে দিতেই নয়, অপরাধ ঘটার স্থানটি দ্রুত খুঁজে বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার জন্য অ্যাপটি বানানো হয়েছে

Facebook's Zuckerberg liked the live video-ফেসবুকের লাইভ ভিডিও জাকারবার্গের খুব পছন্দ

ফেসবুকের লাইভ ভিডিও জাকারবার্গের খুব পছন্দ




ফেসবুকের নতুন সুবিধা লাইভ ভিডিওনতুন এই সুবিধাটি গত কয়েক মাস ধরে অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের জন্য ছাড়া হয়েছেএবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ফোনগুলোর জন্যও সুবিধাটি চালু করা হয়েছেশুক্রবার জার্মানির বার্লিনে এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গতিনি বলেন, ‘যে বিষয়গুলো নিয়ে আমি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত, লাইভ ভিডিও সেসবের একটি
জাকারবার্গ বলেছেন, ‘আমরা এমন এক জগতে প্রবেশ করতে চলেছি, যেখানে ভিডিও হবে আমাদের প্রচারিত মূল বিষয়বস্তুভিডিওর মাধ্যমেই আমরা আমাদের চিন্তাভাবনা, ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলো গোটা দুনিয়াকে জানাবঅবশ্যই, এর মধ্য দিয়ে ফেসবুকের নতুন এক যুগ শুরু হতে চলেছে
জাকারবার্গ জানান, টেলিভিশন নেটওয়ার্কের মতো করে নিজের ভাবনাগুলো সরাসরি সম্প্রচার করার এই সুবিধা সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার এই মাধ্যমটি হবে খুবই শক্তিশালীএই সুবিধাটি চালু করার মধ্য দিয়ে মূলত আরেক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পেরিস্কোপ ও মিরক্যাটকেই অনুকরণ করল ফেসবুক
শুক্রবারের ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে জাকারবার্গ আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছেনঅপ্রীতিকর মন্তব্যের কোনো জায়গা ফেসবুকে নেইএমনটা জানিয়ে জাকারবার্গ বলেন, তাঁর প্রতিষ্ঠান পুরোপুরি নিখুঁত নয়, কিন্তু অপ্রীতিকর মন্তব্য খুঁজে বের করে শনাক্ত করতে ফেসবুক বদ্ধপরিকর
জাকারবার্গ স্বীকার করে নিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নেওয়া দরকারফেসবুক তাদের গ্রাহকদের পূর্ণ স্বাধীনতা দিতে চায় এবং সরকার ও হ্যাকারদের হাত থেকেও নিরাপদ রাখতে চায়
ফেসবুকের না হয়ে, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হলে কী হতো? এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে জাকারবার্গ দর্শকদের স্মরণ করিয়ে দেন, ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে একই সঙ্গে তারকাদের এবং সাধারণের অপরিমার্জিত বস্তু শেয়ার করার বড় সুযোগ করে দিয়েছেআর ইনস্টাগ্রাম নিজেই টুইটারের চেয়ে বড়
আয়রন ম্যান ছবির জার্ভিসের মতো একটা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চরিত্র তৈরি করার লক্ষ্য আছে জাকারবার্গেরযদিও অনেকে এটি নিয়ে চিন্তিত, কিন্তু এটা তাঁকে ভাবাচ্ছে না মোটেওজাকারবার্গের মতে, নিজের মনের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে ভিডিওর পরের ধাপটা হচ্ছে ভার্চ্যুয়াল রিয়েলিটিতবে লাইকের স্থানে নানা ধরনের আবেগের অভিব্যক্তির প্রচলন দেখে ধারণা করা যায়, ‘ডিজলাইকবাটনও মনে হয় আসছে অচিরেই বিজ্ঞাপনের মানের প্রতি গুরুত্ব দেওয়ার বিষয়টিও তাঁর মাথায় আছে
সিনেট অবলম্বনে দেব দুলাল গুহ
Copyright © 2014 Okizad Daulatpur dairy All Right Reserved
^