Okizad Daulatpur Dairy this media for the public zone , Buy&sell, Fan, Daulatpur News, Public conference and more...

.

.
Latest News:

Page Translate

ভালোবাসাকে ‘লাভ’ বলতে পারি না

Author image

Admin: Ahmmed Bulbul

Okizad Daulatpur dairy a Social dairy of Daulatpur . Powered by Refaitput pur Post office post E-center daulatpur kushtia,media for the public zone , Buy n sell, Fan, Daulatpur News, Public conference and more

Follow me on:


ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স. সমস্যা

 আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। পরীক্ষার পরপরই চাকরির পরীক্ষা-যুদ্ধে নামতে হবে। কিন্তু আমার মনে হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় গিয়ে আটকে যাব। কারণ, আমার অনেক উচ্চারণ অশুদ্ধ। যেমন—ঘ, ঝ, ঢ, ধ, ভ শব্দগুলো যথাক্রমে গ, জ, ড, দ, ব উচ্চারণ করি। য-ফলা ও এ-কারের উচ্চারণ প্রায়ই এক রকম হয়। মাঝে মাঝে বিকল্প হিসেবে ভারতকে ইন্ডিয়া বলি কিন্তু ভালোবাসাকে ‘লাভ’ বলতে পারি না। ভুলে ‘লাব’ বলে ফেলি। এ কারণে বন্ধুদের সঙ্গে চলতে কষ্ট হয়। তারা আমার অশুদ্ধ উচ্চারণের জন্য লজ্জা দেয়। আমি এসব কারণে সব সময়ই হতাশাই ভুগছি। মাঝেমধ্যে মনে হয়, লেখাপড়া করে কী হবে, আমার দ্বারা কিছু হবে না। কারণ একটাই, আমার উচ্চারণ অশুদ্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
পরামর্শ
তুমি যে নিজের উচ্চারণ নিয়ে সচেতন হয়েছ এবং ভাষার উন্নয়নের চেষ্টা করছ, তা সত্যিই খুব প্রশংসনীয়। বিশেষ করে কোন অক্ষরগুলো উচ্চারণের সময় কোনটির মতো হয়ে যাচ্ছে, সেটিও তুমি খুব স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছ। ভাষায় আঞ্চলিকতার প্রভাব থাকার কারণে অনেক সময় উল্লেখিত অক্ষরের উচ্চারণ অনেকের বেলাতেই ভিন্ন শোনায়। বেশির ভাগ পরিবারে এবং বিদ্যালয়ে শিশুদের যত্ন করে শুদ্ধ উচ্চারণ শেখানো হয় না।
তুমি কি চেষ্টা করে দেখেছ অক্ষরগুলো সঠিকভাবে একা একা অনুশীলন করতে? সবগুলো একসঙ্গে না করে একটি অক্ষর নিয়ে প্রথমে অনুশীলন করলে ভালো হয়। সেই সময়ে যদি সেটি রেকর্ড করে রাখো এবং কাউকে সেটি শুনিয়ে তার মতামত নাও, তাহলে ধীরে ধীরে তোমার উচ্চারণ আরও ভালো হবে।
এ ছাড়া তুমি কোনো স্পিচ থেরাপিস্টের কাছ থেকেও সহায়তা গ্রহণের মাধ্যমে আরও বেশি উন্নয়নের প্রচেষ্টা করতে পারো। যে বন্ধুরা তোমাকে লজ্জা দিচ্ছে, তারা কি তোমার প্রকৃত বন্ধু? তাহলে তাদের বলো এ ব্যাপারে ওরা যেন তোমাকে সাহায্য করে সঠিক উচ্চারণটি করতে। হাসাহাসি না করে বরং যেন তোমার কষ্ট বুঝতে পারে এবং সহমর্মী হয়।
কেবল কয়েকটি অক্ষর ভিন্নভাবে উচ্চারণের কারণে তোমার লেখাপড়া অর্থহীন হয়ে যাবে, তা কি হতে পারে?
শিক্ষা তো আমাদের মনে আলো জ্বালাতে সাহায্য করে, তাই না? তুমি যদি সত্যিকার অর্থে নিজেকে শিক্ষিত করে তুলতে পারো, তাহলে চাকরির ইন্টারভিউতে তোমাকে নিশ্চয়ই সঠিকভাবে মূল্যায়ন করা হবে। সুন্দর ভাষা চর্চার সঙ্গে তুমি যদি আলাদাভাবে জ্ঞানচর্চা করো তাহলে নিজের ওপর অনেক আস্থা তৈরি হবে। তোমাকে দিয়ে অনেক কিছুই সম্ভব, এই বিশ্বাসটি দৃঢ় হবে তখনই, যখন বাংলার সঙ্গে ইংরেজি ভাষায়ও তুমি কিছুটা দক্ষতা অর্জন করতে পারবে।

No comments:

Post a Comment

Copyright © 2014 Okizad Daulatpur dairy All Right Reserved
^