আসসালামু আলাইকুম, সবাইকে আমার সহস্র স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু
করছি। কেম আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল
আছেন। আজ আমি আপনাদেকে তৈরি করে দেখাব ও শিখাব কিভাবে নিজে নিজে একটি গেম
কন্ট্রোলার তৈরি করবেন এডোবি ফটোশপে। হি হি হি হি!! খুবই মজা হবে, চলুন
আজকের ডিজাইনে…
ধাপ ১- ব্যাকগ্রাউন্ড
- প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিন ৩০*৫০ ইঞ্চির
- এবার একটি নতুন লেয়ার তৈরি করুন।
- এবার যে কোন রং নিয়ে এটি ফিল করুন।
- এবং নিচের মতো করুন।
- নিচের ছবির মতো করতে Layer >>> Layer Style>>blending Options
ধাপ ২- কন্ট্রোলার শেপ
- এবার একটি লেয়ার নিন। এজন্য Layer >>> New Layer এ ক্লি করলেই হবে।
- এবার বামপাশের টুল বক্স থেকে Rounded rectangle Tool (U) নিন।
- এবার উপরে ফরম্যাটিং বার থেকে Redius থেকে 22 px নির্বাচন করুন ও নিচের মতো করে আকুন।
- এবার নিচের মতো করুন।
ধাপ ৩- গ্লু
- এবার একটি নতুন লেয়ার নিন ও নিচের মতো করুন।
- নতুন লেয়ারটি নির্বাচন করুন।
- এবার CTRL বাটনটি চেপে ধরে কন্ট্রোলার লেয়ারটিতে ক্লিক করুন।
- এবারSelect >>> Load Selection এ যান।
- এবার ok করুন।
- এবার ‘সাদা’ রং নির্বাচন করুন ও বামপাশের টুলস বক্স থেকে Brush Tool (B) টি নিন।
- এবার আপনার ডকুন্টটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
- তাহলে একটি বক্স আসবে।
- এখান খেকেMaster diameter এ 600px করুন।
- এবার নিচের মতো করে করুন।
- এবার আপনার তৈরি করার সিলেকশানটি উঠিয়ে দিন। এজন্য Ctrl + D কী-দ্বয় একসাথে চাপুন।
- এবার লেয়ার অপশন থেকে Opacity >>> 50% করে দিন।
- এবার eraser (E) টুলসটি নিন।
- এবার এর Opacity কমিয়ে দিয়ে নিচের চিত্রের মতো করুন।
ধাপ ৩- স্পিকার
- নতুন একটি লেয়ার নিন।
- এবার কালার নির্বাচন করুন। এজন্য আমার দেয়া কোড#3a3a3a
- এবার brush tool দিয়ে নিচের ছবির মতো করে তুলুন।
- এবার উক্ত লেয়ারের একটি duplicate layerতৈরি করুন। এজন্যCtrl + J চাপুন।
- এবার duplicate layerটির blending options নির্বাচন করুন নিচের মতো করে।
ধাপ ৪– Player LEDs
- এবার LEDs তৈরি করার কাজ শুরু করা যাক।
- তাহলে নতুন একটি লেয়ার নিন।
- এবার কন্ট্রোলারটির একদম নিচের দিবে ১ বর্গে ৩টি ঘর তৈরি করুন।
- তবে কালার হবে858585#
- এবার এটিকে ধূসর করার জন্য নতুন আরেকটি লেয়ার নিন।
- এবার আগের বর্গ গুলোর উপর আরেকটি করে বর্গ তৈরি করুন।
- এবার blending options কে নিচের মতো করুন।
- এবার আরেকটি নতুন লেয়ার তৈরি করুন।
- এবার brush tool নিন ও এর সাইজ 3px করুন।
- এবার প্রথম বর্গের উপর একটি বৃত্ত, ২য়টির উপর ২টি বৃত্ত, ৩য়টির উপর ৩টা বৃত্ত ও ৪র্থটার উপর ৪টা বৃত্ত আঁকুন।
- এবার নিচের চিত্রের মতো করে করুন।
ধাপ ৫- পাওয়ার বাটন
- এবার পাওয়ার বাটন তৈরি করার জন্য একটি নতুন লেয়ার নিন।
- এবার এটির উপরর কোণায় একটি ছোট বৃত্ত আাঁকুন।
- নিচের চিত্র দেখুন।
- এবার নিচের মতো করে Blending Options ঠিক করুন।
- এবার পাওয়ার বাটনের উপর একটি চিহ্ন আঁকুন।
- এর কালার দিবেন ধূসর রংয়ের।
- এবার পাওয়ার বাটনের উপর একটি বৃত্ত আঁকুন।
- এবার একটি ছোট বৃত্ত আঁকুন এর ভিতরে।
- এবার কী বোর্ড থেকে Delecte চাপুন তাহলে একটি মুছে যাবে।
- এবার vertical rectangular টুলসটি নিন।
- নিচের মতো করুন।
- এবার এটিও মুছে দিন।
- এবার একটি ছোট vertical selection তৈরি করুন।
তাহলে নিচের মতো হবে
- এর নিচের মতো করে এর blending Options ঠিক করুন।
- এবার Text Tool (T) টি নিন।
- এবার পাওয়ার বাটনের নিচে Kartika এই ফন্টে লিখুনPOWER, রং দিবেন8a8888#
ধাপ ৬- লগো
- এবার কন্ট্রোলারটির নিচে লিখুন Wii.
- এর রং দিবেন#989898
- ফন্ট দিবেনSony Sketch EFF
ধাপ ৭- হোম বাটন
- নতুন একটি লেয়ার তৈরি করুন।
- নিচের মতো করে স্পিকারের উপরে একটি বৃত্ত তৈরি করুন।
- এবার blending Options নির্ধারণ করুন নিচের মতো করে।
- এবার উক্ত লেয়ারটিকে ডুফলিকেট করুন। এবার কোন সিলেকশান ছাড়াই আপনার ডুফলিকেট লেয়ারটির Blending Options ঠিক করুন নিচের মতো করে।
- এবার duplicated layer টি অরজিনাল লেয়ারের সাথে আটকিয়ে দিন।
- এবার একটি বৃত্ত আঁকুন ২টা লেয়ারের উপর।
- এবার নতুন একটি লেয়ার নিন।
- এবার নিচের ছবির মতো করুন ও রং নিন সাদা।
- এবার এর ভিতরে একটি ছোট বাড়ি তৈরি করুন। এর কালার দিবেন #31befa
- এই বাটনটির নাম দিবেন“HOME”
ধাপ ৮ – Minus (-) বাটন
- এর blending options ঠিক করুন নিচের মতো করে।
- এবার আগের দেখানো মতো করে এর ভিতরে একটি ধূসর রংয়ের ইফেক্ট দিন।
- এবার একটি নতুন লেয়ার নিন। horizontal rectangle টুলস দিয়ে একটি ছোট লাইন তৈরি করুন।
ধাপ ৯ – Plus (+) বাটন
- একটি নতুন লেয়ার নিন।
- একটি বৃত্ত আঁকুন।
- এটা আঁকবেন HOME বাটনের ডান পাশে।
- Minus (-) বাটনের মতো করে এবার সেটিং ঠিক করুন।
ধাপ ১০ – A বাটন
- নতুন একটি লেয়ার নিন।
- HOME বাটনের উপরে একটি বড় করে বৃত্ত আঁকুন।
- এবার এটিকে ফিল করুন নিচের মতো করে।
- এর blending options নিচের মতো হবে….
- এবার একটি নতুন লেয়ার তৈরি করুন। নিচের মতো করে ধূসর রংয়ের ইফেক্ট দিন।
- এবার নতুন একটি লেয়ার তৈরি করুন ও এটিকে ফিল করুন সাদা রং দিয়ে এবার নিচের মতো করে তৈরি করুন।
- এবার এর ভিতরে বড় হাতের “A” লিখুন। এটি লিখবেনSimplified Arabic ফন্ট দিয়ে, তাহলে সুন্দর হবে।
ধাপ ১১– ১ ও ২ বাটন
- এবার একটি নতুন লেয়ার তৈরি করুন।
- এবার নিচের মতো করে তৈরি করুন।
- এবার এটিকে ডুফলিকেট করুন।
- এবার একটি সিলেকশান তৈরি করুন।
- নিচের চিত্রটি দেখুন।……….
- এর blending options হবে এই রকম……….
- এবার একটি ধূসর রংয়ের ইফেক্ট তৈরি করুন।
- এবার এটির ভিতরে লিখুন “2″
- এবার এটির আরেকটি ডুফলিকেট লেয়ার নিন।
- একে টেনে উপরে নিন ও “2″ এর স্থলে “1″ লিখুন।
ধাপ ১২ – কন্ট্রোল প্যাড
- প্রথমে rounded rectangle toolটি নিন। এর সাইজ দেন 2px
- এবার একটি নতুন লেয়ার তৈরি করুন।
- নিচের দিকে দেখেন…..
- প্রথম লাইনটি দিবে vertical
- এবারেরটা দিবেন horizontal
- এবার blending option নির্ধারণ করুন………
- এবার আপনি ব্রাশ টুলস দিয়ে আপনার ইচ্ছা মতো এর ভিতরে দিতে পারেন।
ধাপ ১৩- রিপ্লেকশান
- এবার আপনার তৈরি করা প্রত্যেকটি লেয়ার এক সাথে যু্ক্ত করুন।
- এজন্য Layer >>> “merge layers এ ক্লিক করুন।
- এজন্য আগে প্রত্যেকটি লেয়ার নির্বাচন করতে হবে। এজন্য Shift কী চেয়ে লেয়ার নির্বাচন করুন।
- এবার লেয়ারটি ডুফলিকেট করুন।
- ডুফলিকেট লেয়ারটি নির্বাচন করে Image >>> Rotate Canvas >>> 180 নির্বাচন করুন।
- এবার এটিকে টেনে নিচের দিকে নিন।
- এবার লেয়ার অপশন থেকে opacity দেন ২০%….
No comments:
Post a Comment