সম্প্রতি ফেসবুক ঢুকলেই হোমপেজে আসা
সম্প্রতি ফেসবুক ঢুকলেই হোমপেজে আসা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাচ্ছে। যা অনেকের কাছে খুবই বিরক্তিকর লাগে। অনেক সময় আবার অনাকাঙ্খিত কিছু ভিডিও চলে আসছে ফেসবুক হোমপেজে, যা শুধু বিরক্তিকর তা নয়, লজ্জায়ও পড়তে হয়।এসব বিরক্তির সঙ্গে অতিরিক্ত মেগাবাইট খরচ তো আছেই। তবে আপনি চাইলে ফেসবুকে এ স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকা ভিডিও বন্ধ করে দিতে পারেন। চলুন জেনে নেই ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও বন্ধ করার উপায়।
ফেসবুক ওপেন করে সেটিং অপশনে কিক্ল করে বামপাশের মেনু থেকে ভিডিও (VIDEOS) অপশনে যান। ভিডিও অপশনে কিক্ল করে ভিডিও ডিফল্ট কোয়ালিটি (Video Default Quality) ও অটো-প্লে ভিডিও (Auto-Play Videos) দুটি অপশন দেখতে পাবনে।
সেখান থেকে অটো-প্লে ভিডিও অপশনে ক্লিক করে Default, on এবং off অপশন থেকে Off অপশন বাছাই করুন।
এবার হোম এ ক্লিক করে বেরিয়ে আসুন।
No comments:
Post a Comment